আজকাল ওয়েবডেস্ক: যুবতী কর্মরত বেসরকারি প্রতিষ্ঠানে। তবে সেই মুহূর্তে কোনও কাজ ছিল না যুবকের কাছে। লিভ-ইন সঙ্গী বস-এর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ, এই সন্দেহে সঙ্গীকে খুন করে, ব্ল্যাঙ্কেটে মুড়ে তার পাশেই দু’ দিন ঘুমোলেন যুবক। ভোপালের ঘটনায় তোলপাড়।
কী ঘটেছে? জানা গিয়েছে ভোপালের ২৯ বছরের ঋত্তিকা এবং ৩২ বছরের সচিন একসঙ্গেই থাকতেন। ঋত্তিকা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সচিনের সন্দেহ, ঋত্তিকার সম্পর্ক গড়ে উঠেছিল অফিসের বস-এর সঙ্গে।
সন্দেহের বশে ২৭ জুন সঙ্গীকে খুন করেন সচিন। পুলিশ জানিয়েছে, সচিন সঙ্গীকে খুন করে, দেহ মুড়ে বিছানার একপাশেই রেখেছিলেন। দেহের পাশে বসেই দু’ দিন ধরে মদ্যপান করেন, ঘুমোনও।
পরে থাকতে না পেরে, বন্ধু অনুজকে জানান রবিবার রাতে। অনুজ প্রথমে বিশ্বাস না করলেও, সোমবার সকালে পুনরায় এক কথা বলায়, বিশ্বাস করেন বন্ধু। খবর দেন পুলিশে। একই সঙ্গে জানা গিয়েছে, ঋত্তিকা বিবাহিত, দুই সন্তানের মা। প্রেমিক সচিনের সঙ্গে লিভ-ইন করতেন তিনি।
