আজকাল ওয়েবডেস্ক : হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ফের একবার কাঁদুনি গাইলেন স্বঘোষিত ভগবান ভোলে বাবা। এর আগেও তিনি একবার সকলের আড়ালে থেকে নিজের মত জানিয়েছিলেন। এবার ফের একবার তিনি বলেন, হাথরাসের ঘটনার জেরে তিনি যথেষ্ট বিব্রত হয়ে রয়েছেন। তিনি কেউ নিজের ভাগ্য বদলাতে পারে না। সকলকেই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। তবে মানুষকে নিজের কাজ করে যেতে হবে।

হাথরাসের ঘটনায় ১২১ জন মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সতসঙ্গে যে ঘটনা ঘটেছিল তা এখন সকলের জানা। যেখানে ৮০ হাজার মানুষের বসার জায়গা ছিল সেখানে আড়াই লক্ষ মানুষের সমাগম হয়। পরে স্বঘোষিত ভোলে বাবার পায়ের ধুলো নিতে গিয়ে সকলের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়। এরপরই একের উপর অন্যজন মিলে পদপিষ্টের ঘটনা ঘটে। প্রতিটি সংবাদমাধ্যমের শিরোনামে আসে এই খবর। মূল অভিযুক্ত ধরা পড়ে।

ঘটনার দিন যেভাবে ভোলে বাবা পালিয়ে নিজেকে রক্ষা করেছিলেন তা নিয়ে এখনও জবাব দিতে হচ্ছে তাঁকে। নিজেকে নানাভাবে বাঁচিয়ে এই ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ঘটনার পর থেকে ভোলে বাবার প্রতি রুষ্ট তাঁর ভক্তরা। তাই নিজের পুরোনো দিন ফের ফেরত পাবেন কিনা তা নিয়েই এখন গভীর চিন্তায় ভোলে বাবা। যে পসার তিনি সাজিয়েছিলেন তা এবার মাঠে মারা যাওয়ার পথে।