আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকালে মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের ভোট গণনায় দেখা যাচ্ছে, ক্ষমতাসীন বিজেপি ১০টি নাগরিক সংস্থার মধ্যে ৯টির মেয়র পদে এগিয়ে রয়েছে বা জয়লাভ করেছে। গুরুগ্রাম এবং রোহতকেও বিজেপি জয়লাভ করেছে, যা কংগ্রেসের শীর্ষ নেতা ভূপিন্দর হুডার দুর্গ বলে বিবেচিত। মানেরসর মিউনিসিপ্যাল কর্পোরেশনে একমাত্র ব্যতিক্রম দেখা গেছে, যেখানে বিজেপি বিদ্রোহী প্রার্থী ডা. ইন্দরজিৎ যাদব এগিয়ে আছেন।

বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রাথমিকভাবে ভালো অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। কংগ্রেস সাধারণত মিউনিসিপ্যাল নির্বাচনে নিজেদের প্রতীক নিয়ে লড়াই করে না, তবে এবার গুরুগ্রামের মেয়র পদ সহ বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে।

বিজেপি নির্বাচনী প্রচারে রাজস্থানের মুখ্যমন্ত্রী নায়াব সাইনি এবং দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মতো শীর্ষস্থানীয় নেতাদের নামিয়েছিল। পাশাপাশি তাঁরা দরজায় দরজায় গিয়ে প্রচার এবং বিশাল রোড শো আয়োজন করে। কংগ্রেস পাল্টা জবাবে, রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট এবং ভূপিন্দর হুডার মতো নেতাদের প্রচারে নিয়ে আসে, তবে ফলাফল একতরফা হয়েছে।

গুরুগ্রামের মেয়র পদে বিজেপির রাজ রানি ছয় রাউন্ড ভোট গণনার পর কংগ্রেসের সীমা পাহুজাকে ৯৫,০০০ ভোটে পরাজিত করেছেন। রোহতকের মেয়র পদে বিজেপির রাম অবতার প্রায় ১ লাখ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কংগ্রেসের সূরজমল কিলোই দ্বিতীয় স্থান অর্জন করলেও তিনি ৪৫,০০০ ভোটে পিছিয়ে পড়েছেন।

অম্বালায়, বিজেপির শৈলজা সচদেব কংগ্রেসের অমিশা চাওলাকে ২০,৪৮৭ ভোটে পরাজিত করেছেন। ফারিদাবাদ, হিসার, কারনাল, পানিপাত এবং অন্যান্য এলাকায়ও বিজেপি এগিয়ে রয়েছে। এই ফলাফল কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা।