আজকাল ওয়েবডেস্ক: কর কাঠামোকে যুক্তিসঙ্গত করার লক্ষ্যে কেন্দ্র নিত্যব্যবহার্য পণ্য এবং বিলাসবহুল পণ্য-সহ বেশ কয়েকটি পণ্যের জন্য জিএসটি কাঠামো সংশোধন করতে পারে বলে শুক্রবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে, দেশের জনগণের জন্য "দীপাবলির উপহার" ঘোষণা করেছিলেন। বলেছিলেন, "দেশবাসীকে দীপাবলির উপহার হিসেবে তার আগেই পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার শুরু করব আমরা ৷ প্রতিটি রাজ্যের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষের প্রয়োজনে পণ্যের উপর করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে।"
???? Only 2-slab GST structure in India: PM Modi Hints
— CA Bimal Jain (@BimalGST)
5% and 18% IN
12% and 28% OUT
99% of 12% items will move to 5%
Majority of 28% items will move to 18%
As per Media Sources. pic.twitter.com/gpEYMTCHG2Tweet by @BimalGST
জিএসটি-সম্পর্কিত পরিবর্তন সম্পর্কে এখনও পর্যন্ত কী জানা গিয়েছে?
সরকারি সূত্র জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার জিএসটি হারের ১২ শতাংশ এবং ২৮ শতাংশের বিদ্যমান কর স্ল্যাব বাতিল করতে পারে। শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ স্ল্যাব রাখার প্রস্তাব করা হয়েছে।
সরকার ২৮ শতাংশ কর স্ল্যাবের অন্তর্ভুক্ত ৯০ শতাংশ পণ্যের উপর কর কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনারও আশা করা হচ্ছে। একইভাবে, ১২ শতাংশ স্ল্যাবের পণ্য ৫ শতাংশ স্ল্যাবে স্থানান্তরিত করার প্রস্তাব করা হয়েছে।
তবে, সরকার ৪০ শতাংশের একটি নতুন স্ল্যাবও চালু করতে চলেছে বলে খবর। এই স্ল্যাবের অন্তর্ভুক্ত করা হতে পারে তামাক, পান মশলা এবং বিলাসবহুল পণ্যের মতো পণ্যগুলি।
প্রস্তাবটি বিবেচনা করার জন্য সেপ্টেম্বর বা অক্টোবরে জিএসটি কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
কোন কোন পণ্য সস্তা এবং কোনগুলি ব্যয়বহুল হতে পারে?
সরকারি সূত্র সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে যে, বিদ্যমান কর স্ল্যাব এবং নতুন স্ল্যাবগুলির পুনর্গঠন জিএসটি আদায়ের উপর সামান্য নেতিবাচক প্রভাব ফেলবে। গঠনমূলক এবং অন্তর্ভুক্তিমূলক আলোচনা শুরু করার জন্য ইতিমধ্যেই মন্ত্রী গোষ্ঠীর (জিওএম) কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, এই পদক্ষেপ কৃষি, বস্ত্র, সার, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মোটরগাড়ি, হস্তশিল্প, স্বাস্থ্যসেবা, বিমা, নির্মাণ, পরিবহণের মতো অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে উপকৃত করবে।
তবে, তামাক এবং পান মশলার মতো দ্রব্যগুলিকে "সিন গুডস" (পাপজাত দ্রব্য) হিসাবে ধরা হয়েছে। এগুলি জিএসটি-র ৪০ শতাংশের নতুন কর স্ল্যাবে স্থানান্তরিত করার প্রস্তাব রয়েছে। এই স্ল্যাবে তামাক-সহ মাত্র সাতটি পণ্য অন্তর্ভুক্ত হবে।
শ্রম-নিবিড় এবং রপ্তানি-ভিত্তিক হীরা এবং মূল্যবান পাথরের মতো পণ্যের করহার অপরিবর্তিত থাকবে। ইতিমধ্যে, পেট্রোলিয়াম পণ্যগুলি পুনর্নির্মিত জিএসটি ব্যবস্থার বাইরে থাকবে।
আরও পড়ুন- পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বড় ঘোষণা ট্রাম্পের, ভারতের জন্য আদৌ স্বস্তির বার্তা?
