আজকাল ওয়েবডেস্কঃ ভুল লোকেশনে পৌঁছে গিয়েছিলেন বরপক্ষ! তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিয়ে বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন কনেও। এতকিছুর পরেও স্বস্তি যে, দেরি হলেও, শেষ অবধি বিয়ে সম্পন্ন হল। ঘটনাটি কেরালার।
বিয়ের দিন অজান্তেই ভুল জায়গায় পৌঁছেছিলেন বরপক্ষ। তাও আবার নির্ধারিত জায়গার থেকে ৭০ কিলোমিটার দূরে। জানা গিয়েছে, বিয়ের মণ্ডপে না গিয়ে, ভুল জায়গায় পৌঁছেছিলেন বরপক্ষ। গোটাটাই হয়েছিল গুগল ম্যাপের বিভ্রাটের কারণে। সেইসময় কনে-সহ বরের পরিবারের কপালে হাত পড়ে গিয়েছিল।
এই ঘটনা সম্পর্কে খবর মিলেছে, বিয়ে হওয়া কথা ছিল কিঝুর মহাবিষ্ণু মন্দিরে। তবে ভুলবশত বরপক্ষ পৌঁছেছিলেন কিঝুর শহরের শিব মন্দিরে। সেখানে পৌঁছাতেই তাঁরা কনে পক্ষকে খবর দেন। কনে পক্ষেও উত্তরে একই কথা জানান তাঁদের। তবে মন্দিরের ভিতরে প্রবেশ করা মাত্রই বর পক্ষ দেখেন বিয়ের কোনও রকম আয়োজনই নেই। এতেই তাঁদের মনে সন্দেহ জাগে। অবশেষে বরপক্ষের উপলব্ধি হয়, ভুল জায়গায় এসে পড়েছেন তাঁরা।
সেই মুহূর্তেই আতঙ্কের ছাপ দেখা গিয়েছিল দুই পরিবারের সদস্যদের চোখে মুখে । কান্নায় ভেঙে পড়েন কনেও। সান্ত্বনা দিতে শুরু করেছিলেন মন্দিরের পুরহিতও। এরপর বিয়ের মণ্ডপে পৌঁছাতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল বরপক্ষের। শেষে দুপক্ষের অপেক্ষা ভেঙে বিয়ে সম্পন্ন হল।
