আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধে থেকে জম্মু, জয়সলমীর, পাঠানকোটে হামলার চেষ্টা ভেস্তে যাওয়ার পর এবার ভারতের বিরুদ্ধে পাল্টা ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ আনল পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এক প্রেস বিবৃতি জারি করে বলা হয়, পাঠানকোট, জয়সলমীর ও শ্রীনগরে হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে—এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রচারমূলক এবং মিথ্যা বলে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের অভিযোগ শুধু ভিত্তিহীন নয়, বরং এক ধরনের পরিকল্পিত প্রচারণার অংশ, যার উদ্দেশ্য পাকিস্তানের নাম আন্তর্জাতিক মঞ্চে খারাপ করা এবং সীমান্তে অস্থিরতা আরও বাড়িয়ে তোলা’।

পাকিস্তান সরকারের দাবি, ভারত বারবার কোনও বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনছে। এটা একপ্রকার কৌশল যার মাধ্যমে ‘জোর করে একটি যুদ্ধের পরিবেশ’ তৈরি করা হচ্ছে। এর কারণে দক্ষিণ এশিয়ায় শান্তি বিঘ্নিত হচ্ছে। 

নিজের রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য সাধনের জন্য মিথ্যা ছড়াচ্ছে ভারত এমনও অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের তরফে। আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্যে আবেদন জানানো হয়েছে পাকিস্তানের তরফে। সে দেশের সরকারের দাবি, শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেকোনও ধরনের প্ররোচনা বা ভয় দেখানোর প্রচেষ্টার কড়া জবাব দেওয়া হবে।

বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, ‘এই অভিযোগগুলি আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি এবং প্রয়োজনে যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হবে’। উল্লেখ্য, বুধবারের পর বৃহস্পতিবারও দেশের একাধিক জায়গায় লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা। তবে তাদের এই নাশকতার উদ্দেশ্য আবারও ব্যর্থ করেছে ভার‍ত।

পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০ সিস্টেম। শুরুতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। তারপরই  সম্পূর্ণ ব্ল্যাকআউট  করে দেওয়া হয়েছে এলাকা। এছাড়াও রাজস্থানের বিকানের, পাঞ্জাবের জলন্ধর, রাজস্তানের জয়সলমীর, গুজরাটের কচ্ছ অন্ধকার করে দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী কচ্ছের সমস্ত গ্রাম অন্ধকারে চলে যায়।