আজকাল ওয়েবডেস্ক: ১৮ টি ওটিটি প্ল্যাটফর্মকে বন্ধ করে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। জানানো হয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মে দেখানো ছবিগুলি অত্যন্ত নিম্নমানের এবং কুরুচিকর। ১৯ টি ওয়েবসাইট, ১০ টি অ্যাপ এবং ৫৭ টি স্যোশাল মিডিয়া যারা এই ওটিটি-র সঙ্গে যুক্ত ছিল তারা আর তাদের ছবি দেখাতে পারবেন না। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, এই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আগে থেকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের দেখানো ছবিগুলি একেবারে নিম্নরুচির। এই ধরণের ছবি দেখানো হলে সামাজিক মূল্যবোধ বিঘ্নিত হবে। সমাজে শিক্ষক, পড়ুয়া এবং পরিবারের অবক্ষয় হবে। ফলে এই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। কেন্দ্রীয় আইটি আইন মেনেই এই প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করা হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে। তবে তারা যদি নির্দিষ্ট গাইডলাইন না মেনে চলে তবে কঠোর পদক্ষেপ নিয়ে সরকার বিন্দুমাত্র চিন্তা করবে না।
