আজকাল ওয়েবডেস্ক: পুনের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান ক্যাফে গুডলাক। সম্প্রতি ক্যাফেটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর৷ চলতি মাসে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্যাফেতে পরিবেশিত একটি খাবারের ভেতরে কাঁচের টুকরো বার করেছেন ক্যাফেটিতে খেতে যাওয়া কয়েকজন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্যের ঝড়৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এক দম্পতি ক্যাফেতে খেতে গিয়েছিল। তাঁরা নিত্যদিনের মত খাবার অর্ডার দেন। এরপর খাবার আসতেই তাঁদের চোখ কপালে৷ অর্ডার দেওয়া খাবারের মধ্যে থেকে একটি কাঁচের টুকরো বার করেন। এহেন অবস্থায় তাঁরা ক্যাফেতে বসেই গোটা ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। ফলস্বরূপ সমাজমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ ট্রেন যাতায়াতে আর ভয় নেই! এবার যাত্রী নিরাপত্তায় ভারতীয় রেলের বড় পদক্ষেপ, জানুন
সুত্রে জানা গিয়েছে, ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) বিষয়টি লক্ষ্য করে। ঘটনার জেরে দ্রুত ক্যাফেটিতে তদন্ত চালায় তারা। এফডিএ-এর যুগ্ম কমিশনার সুরেশ অন্নাপুরে জানান, 'একটি তদন্ত পরিচালনা করা হয়েছিল। এই অভিযান চলাকালীক আমরা কিছু অস্বাস্থ্যকর পরিস্থিতির সন্ধান পেয়েছি।' তিনি আরও বলেন, 'ঘটনার গুরুত্ব বিবেচনা করে ক্যাফের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। ক্যাফে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।'
আরও পড়ুনঃ মাত্র চার বছরের শিশুকে নিয়ে মাদক কিনতে গিয়েছিল! হায়দ্রাবাদের দম্পতির কাহিনি শুনলে চমকে যাবেন
পুনে শহরে নামকরা ক্যাফের এই ঘটনা শুধুমাত্র পুনের মানুষের মধ্যে নয়, বরং সারা রাজ্যজুড়ে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ক্যাফে গুডলাক দীর্ঘদিন ধরে পুনের একটি ঐতিহাসিক এবং জনপ্রিয় খাবারের গন্তব্য হিসেবে পরিচিত হয়ে আসছে। এই ধরণের একটি প্রতিষ্ঠানে এমন ঘটনা প্রকাশ্যে আসা সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি করছে।
অপরদিকে চলতি বছরের জুন মাসে মুম্বই শহরের আরেক বিখ্যাত রেস্তোরাঁ ‘জিমি বয়’ বন্ধ করে দেওয়া হয়েছিল।রেস্তোরাঁটি ফোর্ট এলাকার হর্নিমান সার্কেল চত্বরে অবস্থিত। শতবর্ষ পূর্তির ঠিক আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর অনুযায়ী, মূলত যেই ‘বিকাশ বিল্ডিং’ এ এই রেস্টুরেন্টটি ছিল, তার অবকাঠামো অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এর জেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনের নিরাপত্তা বিবেচনার ক্ষেত্রে রেস্তোরাঁটি বন্ধ করে দেয়। জিমি বয় মুম্বইয় শহরে পারসি খাবারের জন্য বরাবর বিখ্যাত ছিল বলে জানা গিয়েছে৷ বহু পুরনো ইতিহাস বহন করত রেস্তোরাঁটি। এই দুই ঘটনাই শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলির খাবার নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
বর্তমানে ঘটনার প্রেক্ষিতে পূর্ণ তদন্ত জারি রয়েছে বলে জানান হয়েছে৷ এমন ঘটনা যাতে বারংবার না হয় তার আশ্বাস দেওয়া হয়েছে৷
