আজকাল ওয়েবডেস্ক: রাখি বন্ধন ঘিরে ঘরে ঘরে উৎসবের আমেজ। তবে অনেকেই এই আমেজে মনমরা হয়ে থাকেন। কেউ কেউ বাবা-মায়ের একমাত্র সন্তান।‌ দাদা, ভাই বা বোন, দিদি না থাকায় রাখির উৎসবে মনখারাপ থাকে অনেকেরই। অনেক সময় দেখা যায়, রক্তের সম্পর্ক না থাকলেও ভাই, দাদাদের রাখি পরিয়ে দেন মেয়েরা। কিন্তু এমন আচরণে অনেকেই বেজায় চটে যান। 

রাখির উৎসবের আমেজে একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। এক যুবককে ভাই সম্বোধন করায় বিপাকে পড়েছেন এক তরুণী। যা মুহূর্তের ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়ার পরেই হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। জানা গেছে, রাস্তার ধারে ওই যুবকের তুমুল বচসা হয়েছিল যুবকের। যেহেতু যুবকের কোনও বোন নেই, তাই যুবককে ভাই সম্বোধন করেন ওই তরুণী। যুবককে ভাই ডাকার পিছনে তরুণীর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু এর জেরেই বিপত্তি ঘটে। 

ভিডিওতে দেখা গেছে, একটি স্কুটার করে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন তরুণী ও আরও এক যুবক। অসাবধানতাবশত পাশের এক যুবকের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হতে যাচ্ছিল। কিন্তু বরাত জোরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই যুবক। এরপর ওই দুই যুবকের বচসা শুরু হয়। কার দোষ, কে আগে দেখেননি তা নিয়ে মূলত শুরু হয় ঝামেলা। হঠাৎ এক যুবক বলে ওঠেন, 'আমার কোনও বোন নেই। তাই তাঁকে এর মধ্যে টেনে আনবেন না!' 

আরও পড়ুন: 'বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি এসো', যৌনতার টানে প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন যুবক, রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরেই মৃত্যু!

কথাটি শুনেই তরুণী স্কুটার থেকে নেমে পড়েন। ছুটে এসে ওই যুবকের উদ্দেশে বলেন, 'আপনার কোনও বোন নেই। আজ থেকে আমিই আপনার বোন। আমি আপনাকে রাখি পরিয়ে দেব!' শুনেই ওই যুবক বলেন, 'সত্যিই! আপনি আমার বোন হবেন?' এরপরই তরুণীর হাত মুচড়ে ধরে, চড়, থাপ্পড় মারতে শুরু করেন তিনি। কিন্তু কেন? তরুণীকে মারতে মারতেই যুবক বলেন, কেন পরপুরুষের সঙ্গে স্কুটার করে ঘুরে বেড়াচ্ছেন তিনি? মারতে মারতেই বলেন, এবার পরিবারকেও জানিয়ে দেবেন তাঁর কীর্তি। 

এমনকী স্কুটার থেকে ওই যুবককে টেনে নামিয়েও মারধর শুরু করেন ওই যুবক। মারতে মারতে বলেন, 'তোমার সাহস তো কম নয়। আমার চোখের সামনে দিয়ে আমার বোনের সঙ্গেই ঘোরাঘুরি করছ! কেন ঘুরছিল বলো?' এরপর আহত অবস্থাতেই হাত জড়ো করে ক্ষমা চান ওই যুবক। এও জানান, এমন অপরাধ তিনি আর করবেন না। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sulabh Malik (@relatable_sulabh)