আজকাল ওয়েবডেস্ক: আইনজীবী, বিচারক, মামলার শুনানিতে দুজনের উপস্থিতি একান্ত আবশ্যিক। কিন্তু আচমকা বিচারপতি আর আইনজীবী জড়িয়ে পড়লেন বিবাদে। আর মুহূর্তে তুলকালাম কাণ্ড ভরা আদালতে। যেখানে সমসয়ার সমাধান আনেন তাঁরাই, বিচার করেন মামলা-মোকদ্দমার, সেখানে তাঁদের সামলাতেই হিমশিম খেতে হল পুলিশকে।
গাজিয়াবাদে জেলা আদালতে এই ঘটনা ঘটে। ঠিক কী ঘটেছে? মঙ্গলবার সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এক মামলাকে কেন্দ্র করেই মতানৈক্য। আচমকা বিচারকের চেম্বারে কয়েকজন আইনজীবী জড়ো হন। বিবাদ বাড়তে থাকে। পরিস্থিতি জটিল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নামে আসরে। এক মুহূর্তে এমনও পরিস্থিতি তৈরি হয়, পুলিশকে চেয়ার তুলে আইনজীবীদের তাড়া করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় আধাসামরিক বাহিনী।
সূত্রের খবর, একাধিক আইনজীবী জখম হয়েছেন ঘটনায়। পরিস্থিতি পর্যালোচনায় বার অ্যাসোসিয়েশন বৈঠকে বসবে। কিন্তু কী থেকে এই বিবাদের পরিস্থিতি? পুলিশ জানিয়েছে একটি বেল পিটিশন থেকেই মূলত বিবাদের সূত্রপাত। একটি আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি চলছিল। উপস্থিত আইনজীবীরা আবেদনটি অন্যত্র সরানোর দাবি জানালে, বিচারক তাতে রাজি হননি। সেখান থেকেই বিবাদের সূত্রপাত।
