আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভোর সাড়ে পাঁচটা, জয়পুর-আজমের জাতীয় সড়কের কাছে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা শিউরে উঠছেন দুর্ঘটনার সময়ের কথা মনে করে। নাগাদ পেট্রোল পাম্পের সামনে দুই ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, কিছুক্ষণেই জানা যায়, মৃত্যু হয়েছে পাঁচ জনের। শুক্রবার দুপুরে জানা গেল, মৃত বেড়ে আট। দুর্ঘটনার পরেই ২৫টি অ্যাম্বুলেস ছুটে যায় ঘটনাস্থলে। আট। অন্তত ৩০ জন গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে।

কীভাবে ঘটল ভয়াবহ দুর্ঘটনা, অগ্নিকাণ্ড? স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের ধাক্কার পরেই, শুরু হয় গ্যাস লিক। প্রথমে রাস্তা এবং আশেপাশের এলাকা ধোঁয়ায় ভরে যায়। তারপরেই ঘটে বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ে যায় একের পর এক ট্রাক, গাড়ি। প্রায় ৩০০মিটার এলাকা জুড়ে বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে। 

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন। কেউ কেউ বলছেন, প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শুনতে পাওয়া গিয়েছে বিস্ফোরণের শব্দ। কেউ কেউ চোখের সামনে অগ্নিদগ্ধ হতে দেখেছেন অপরকে। প্রাণে বাঁচতে কেউ কেউ গাড়ির জানলা ভেঙে বেরিয়েছেন। 

জয়পুরের জেলাশাসক জীতেন্দ্র সোনি জানিয়েছেন, অন্তত ৪০টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।  রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা সকালেই যান হাসপাতালে। আহতদের সঙ্গে সাক্ষাত করেন তিনি। খোঁজ নেন পরিস্থিতির।