আজকাল ওয়েবডেস্ক : একটি লাড্ডু। তার দাম নিলামে উঠল ১ কোটি ৮৭ লক্ষ টাকা। শুনে অবাক হয়ে গেলেও এটাই সত্যি। তেলেঙ্গানা রাজ্যের একটি গনেশ পুজোর লাড্ডুর দাম হল এই টাকা। তবে শুধু এই বছর নয়, প্রতি বছর এই লাড্ডুর এভাবে নিলাম হয়ে থাকে। 

 

গত বছর ১ কোটি ২৬ লক্ষ টাকায় এই লাড্ডু নিলাম করা হয়েছে। এই বছর সেটা আরও বেড়েছে। ২০২২ সালে ৬০ লক্ষ টাকা দাম নিলামে উঠেছে এই গণেশ পুজোর লাড্ডু। 

 

নিলামে মোট ১০০ জন অংশ নিয়েছে। তারা চারটি দলে ভাগ হয়ে এই নীলাম করে। একটি দল শেষে জয়ী হয়। তবে এই টাকা পুরোটা যায় কোনও সমাজের ভালো কাজের জন্য। 

 

এখানকার স্থানীয় বাসিন্দা বলেন, গণেশ পুজো তাদের কাছে শুধু পুজো নয়। তারা সবার সেবা করার জন্য এই পুজো করেন। যে টাকা নীলামে ওঠে সেটা তারা ভালো কাজে বিলিয়ে দেন। পরের বছর আবার নতুন করে এই নীলাম হয়ে থাকে। 

 

আশেপাশে বহু মানুষ এই নীলামে অংশ নেয়। তারা নিজের সাধ্যমত টাকা দিয়ে এই পুজো করে। পুজোর কোনও অভাব হয় না এখানে।