আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের আমরোহার কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কে এক ভয়াবহ পথদুর্ঘটনা। ঘটনায় চার জন এমবিবিএস ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। ছাত্ররা একটি গাড়িতে ছিলেন। গাড়িটি খুব জোরে চলছিল। সেই সময় রাস্তায় পার্ক করে রাখা একটি ডি সি এম (ছোট ট্রাক)-এ তাদের গাড়িটি সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষটি এত মারাত্মক ছিল যে গাড়িতে থাকা চার জন ছাত্রের কেউই বাঁচতে পারেননি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি একদম দুমড়ে-মুচড়ে গিয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছয়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনা কেন ঘটল, তা দেখতে রাতভর ফরেনসিক দল এবং পুলিশকর্মীরা তদন্ত চালিয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত চার জনই ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটির এমবিবিএস ছাত্র। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে এসেছিলেন। বর্তমানে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাঁদের পরিবারের লোকেদের খবর দেওয়া হচ্ছে। রাজাবপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
একই দিনে আরও একটি খারাপ খবর পাওয়া গিয়েছে। ওই একই রাতে, রাত প্রায় পৌনে নয়টা নাগাদ, আমরোহার গজরৌলা জাতীয় সড়ক ৯-এ অন্য একটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় দু’জন যুবক মারা গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম দীপক এবং নিতিন। তাঁরা লখিমপুর খেরি জেলার সোনা খুর্দ গ্রামের বাসিন্দা। তাঁরা গুরুগ্রামে বাইক রাইডারের কাজ করতেন। ঘটনার দিন তাঁরা কাজ সেরে বাড়ি ফিরছিলেন।
এই ঘটনার খবর পেয়েও স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় এবং আইনি প্রক্রিয়ার পর দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। স্টেশন হাউস অফিসার মনোজ কুমার এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ সব রকম আইনি পদক্ষেপ করছে।
