আজকাল ওয়েবডেস্ক: দিল্লির বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন এক পরিবারের ৪ সদস্য।
সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির প্রেম নগর এলাকার একটি আবাসনে। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সবাই। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেই দমকলে খবর দেন স্থানীয়রা। রাতেই ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়।
আগুন নিয়ন্ত্রনে আনার পাশাপাশি আবাসন থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চারজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান ছিলেন।
দমকল সূত্রে খবর, ইনভার্টার ব্যাটারি থেকে আগুন লাগে। তা পাশে থাকা একটি সোফা থেকে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।