আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা মহারাষ্ট্রে। ভরা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পথচারীকে পিষে দিল বাস। পথেই মর্মান্তিক পরিণতি হল একাধিক পথচারীর। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ মুম্বইয়ের ভান্ডুপে ঘটেছে দুর্ঘটনাটি। মুম্বইয়ের বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট)-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পথচারীকে পিষে দেয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ন'জন। 

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় রাস্তায় বেশ ভিড় ছিল। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে পরপর পথচারীকে পিষে দেয়। আতঙ্কে অনেকেই আশেপাশের দোকানে ঢুকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। দ্রুত নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের জনসংযোগ আধিকারিক সুচেতা উতালে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটির চালক ছিলেন ৫২ বছরের সন্তোষ রমেশ সাওয়ান্ত এবং কনডাক্টর ছিলেন ৪৭ বছরের ভগবান ভাউ ঘারে ৷ ভরা রাস্তায় বাসটি পিছনের দিকে ঘোরানোর সময়েই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই বাসের চালককে আটক করা হয়৷ তাঁর বিরুদ্ধে একটি এফআইআরও রুজু করা হয়েছে। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, চালকের ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

দুর্ঘটনার পরেই এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। তিনি আরও লিখেছেন, 'মুম্বইয়ের ভান্ডুপে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷' 

অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে এক্স পোস্টে নিহতদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, 'রাজ্য সরকার নিহতদের আইনি উত্তরাধিকারীদের পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।'