আজকাল ওয়েবডেস্ক: বিরাট সমস্যার সামনে অযোধ্যা মন্দির কর্তৃপক্ষ। যে হারে এখানে ভক্তদের সমাগম হয়ে চলেছে তাতে ভক্তদের জুতো রাখতে গিয়ে তারা হিমসিম খাচ্ছেন।
অযোধ্যা মন্দিরে জুতো পায়ে দিয়ে প্রবেশ বারণ রয়েছে। সেখান থেকে দেখতে হলে বেশ কয়েক কিলোমিটার পথ সকল ভক্তদের পায়ে হেঁটে যেতে হয়। তবে যেখানে ভক্তরা নিজেদের জুতো রেখে যাচ্ছেন সেখানে প্রায় লাখ লাখ জুতোর পাহাড় তৈরি হয়েছে। ফলে যখন তারা মন্দির থেকে ফিরছেন তখন নিজেদের জুতো খুঁজতে গিয়ে একেবারে নাকাল হচ্ছেন।
মন্দির কর্তৃপক্ষের বিষয়টি নজরে এসেছে। তারা জানিয়েছেন এবিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নেবেন। বহু ভক্ত পুজো দিয়ে ফেরার পথে খালি পায়ে ফিরতে বাধ্য হচ্ছেন। তাদের পায়ের জুতো তারা খুঁজে পাচ্ছেন না। ফলে খানিকটা সেখান থেকেও তৈরি হয়েছে নতুন করে অসন্তোষ।
রাম জন্মভূমি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে ভক্তরা যাতে নিজেদের জুতো সঠিকভাবে রাখতে পারেন সেদিকে নজর রাখা হচ্ছে। যাতে ভক্তদের কোনও রকমের অসুবিধা না হয় সেদিকে নজর রাখা সকলের ধর্ম। সেই কাজকে তারা অবহেলা করবেন না।
গেট নম্বর ১ থেকে ভক্তরা মন্দিরে প্রবেশ করেন। সেখানেই তারা জুতো খুলছেন। তবে যেখান থেকে তারা বের হয়ে আসছেন সেখান থেকে পুরো মন্দিরকে প্রদক্ষিণ করে তাদের গেট নম্বর ১ পর্যন্ত যেতে প্রায় অনেকটাই পথ হাঁটতে হচ্ছে। এরফলে তাদের মধ্যে তৈরি হচ্ছে সমস্যা।
অনেকে আবার গেট নম্বর ৩ থেকে বের হচ্ছেন। ফলে সেখানে তাদের আরও ৫ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হচ্ছে। এতটা পথ হেঁটে তারা বিরক্তি প্রকাশ করছেন।
মন্দির কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলেছে। তারা জানিয়েছে দ্রুত এবিষয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। যাতে ভক্তদের এতটা পথ হাঁটতে না হয় সেদিকে জোর দেওয়া হবে। কুম্ভমেলার পর প্রচুর ভক্ত বর্তমানে অযোধ্যার দিকে গিয়েছেন তাদের যাতে কোনও ধরণের অসুবিধা না হয় সেদিকে নজর রেখেই কাজ করতে চাইছে মন্দির কর্তৃপক্ষ।
