আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে। রবিবার গভীর রাতে নাসিকে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন।
পুলিশ সূত্রে খবর, মৃতেরা প্রত্যেকেই নাসিকের বাসিন্দা। বাড়ি ফেরার পথে কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁদের গাড়িটির। ঘটনাস্থলেই গাড়ির ৫ যাত্রীর মৃত্যু হয়। কিন্তু ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে দেরি হয়।
দুর্ঘটনার পর ইতিমধ্যেই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এফ আই আর দায়ের করে তদন্ত জারি রেখেছে।