শাহরুখ খানকে ভালবাসার হাজারো কারণ আছে। তাঁর অদম্য পরিশ্রম, পেশার প্রতি নিষ্ঠা, কিংবা সহকর্মীদের প্রতি মমত্ববোধ...সব মিলিয়ে তিনি যেন এক মানবিক কিংবদন্তি। বলিউডের যে ক’জন অভিনেতা কর্মনিষ্ঠা ও আবেগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, শাহরুখ তাদের শীর্ষে। আর সেই কারণেই, তাঁর সহকর্মী থেকে শুরু করে ভক্ত, সবাই একইসঙ্গে তাঁকে ভালবাসে ও শ্রদ্ধা করে।

সম্প্রতি, শাহরুখ খান স্থান পেয়েছেন বিলিয়নিয়ারদের তালিকায়। তবুও তিনি কখনও শুধু অর্থের জন্য কোনও ছবিতে সই করেননি, এটাই তাঁকে আলাদা করে তোলে। আর এবার সামনে এল এমন এক তথ্য, যা তাঁকে ভালবাসার আরও এক নতুন কারণ দিচ্ছে।

 

মোহর বসুর লেখা শাহরুখ খানের জীবনীতে, যেখানে লেখক জানিয়েছেন, শাহরুখ তাঁর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস-এর দুটি ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন! এবং সেই দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর। ছবিগুলি হল ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যায় দিল হ্যায় মুশকিল  এবং ২০২২ সালের ছবি ব্রহ্মাস্ত্র।

 

বইয়ে উল্লেখ করা হয়েছে, ব্রহ্মাস্ত্র-র জন্য শাহরুখ প্রায় ১৪ দিন শুটিং করেছিলেন, কিন্তু এক টাকাও নেননি। অন্যদিকে, অ্যায় দিল হ্যায় মুশকিল-এ তাঁর সামান্য সময়ের জন্য উপস্থিতি যেখানে তিনি ‘এক তরফা ভালবাসা’র সংলাপটি বলেন এখনও বলিউডের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তাঁর বলা সংলাপটি যেন আজও প্রেমের অভিধানের এক কালজয়ী উদ্ধৃতি। 

 

মোহর বসু বইয়ে আরও লিখেছেন, জীবনের প্রথম দিকে অর্থ নিয়ে শাহরুখের সম্পর্ক ছিল জটিল। অভাবই তাঁকে শিখিয়েছিল অর্থের মূল্য, তবে সেই অর্থ কখনও তাঁর আবেগ বা কাজের জায়গাকে প্রভাবিত করেনি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর পর প্রভূত অর্থ তাঁর কাছে আসা শুরু করলেও, সেই অর্থকে তিনি কেবল স্বপ্নপূরণের মাধ্যম হিসেবেই দেখেছিলেন। নিজের উপার্জনে তৈরি করেছিলেন তাঁর প্রিয় ঠিকানা ‘মন্নত’।

 

বন্ধুত্ব, নিষ্ঠা ও ভালবাসার এমন নিঃস্বার্থ উদাহরণেই স্পষ্ট, শাহরুখ খান শুধু এক তারকা নন, তিনি নিজেই এক অনুভূতি।

 

অন্যদিকে, ৬০-এ পা দিয়েছেন শাহরুখ খান।তাঁর জন্মদিনে পেরোনোর যদিও শুটিংয়ের সঠিক সাল জানা যায়নি, অনেকে ধারণা করছেন এই ফটোশুটটি বহু বছর আগের, সম্ভবত মহামারির আগের সময়ের। ছবিতে থাকা ইউনিফর্মে দেখা গেছে একটি নামফলক- “অভিমুন্য রাই”। আর এই নামটি দেখেই নস্টালজিয়ায় ভেসেছেন শাহরুখ অনুরাগীরা। কারণ, এই চরিত্রের নামই ছিল তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ফৌজি’-তে অভিনীত ভূমিকায়। ফলে অনেকেই ধরে নিচ্ছেন, এই ফটোশুটটি সম্ভবত সেই বিখ্যাত চরিত্রকে ঘিরেই এক ধরনের শ্রদ্ধার্ঘ্য বা ক্রিয়েটিভ ট্রিবিউট।


কোলস্টন জুলিয়ান এর আগে শাহরুখকে ফোটোগ্রাফ করেছিলেন ২০১৩ সালে ফোর্বস ইন্ডিয়ার জন্য, এবং পরবর্তীতে ২০১৭ সালে একটি পণ্যের বিজ্ঞাপনের শুটে সময়ও তাঁর লেন্সে ধরা পড়েছিলেন ‘বাদশা’। ছবিগুলি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাসে ভরে যায় কমেন্ট সেকশন। কেউ লিখেছেন,“ইউনিফর্মে ওকে এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যায় না।”আবার কেউ বা শুধু হার্ট ইমোজি ও নস্টালজিয়ায় ভেজা বার্তা ছুঁড়ে দিয়েছেন। অধিকাংশেরই এক কথা, “সময় বদলেছে, কিন্তু শাহরুখের চার্ম চিরন্তন!” কয়েকদিন পরই অনুরাগীদের জন্য চমক নিয়ে এলেন ফটোগ্রাফার কোলস্টন জুলিয়ান। 

‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের এমন কিছু অদেখা ছবি শেয়ার করলেন তিনি, যা দেখেই যেন মুহূর্তে ফিরে গেলেন ভক্তরা সেই পুরনো ‘ফৌজি’-র দিনে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর পোশাকে শাহরুখ খান, পুরোদস্তুর ইউনিফর্মে এক দীর্ঘ শট ও বেশ কয়েকটি ক্লোজ-আপ ফ্রেমে ধরা পড়েছে তাঁর মোহময়তা। একটিতে আবার মাথায় আর্মি টুপি, মুখে সেই পরিচিত হাসি। পোস্টের ক্যাপশনে কোলস্টন লিখেছেন,“মেহবুব স্টুডিওতে শাহরুখের এই ছবিগুলি তুলেছিলাম।”