আজকাল ওয়েবডেস্ক : গুজরাটে শুরু হবে ভারতের প্রথম বুলেট ট্রেন। বিলিমোরা এবং সুরাতের মাঝে চলবে এই বুলেট ট্রেন। ২০২৬-র মধ্যেই শেষ হয়ে যাবে এই কাজ, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশের রেল পরিসেবাকে আগামীদিনে আরও ছড়িয়ে দেওয়া হবে। রেল দুর্ঘটনা ঠেকাতে থাকবে রেলের কবচ সিস্টেম। এছাড়াও রেলের ট্র্যাকে হাতির মৃত্যু আটকাতে তৈরি করা হবে গজরাজ সিস্টেম। রেলমন্ত্রী আরও বলেন, করোনাকালের পর দেশে দূরপাল্লার ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। প্রায় তিন হাজার দূরপাল্লার ট্রেন বাড়ানো হয়েছে। চলতি অর্থবর্ষে ৬৪০ কোটি যাত্রীকে পরিসেবা দিচ্ছে রেল। তবে এই সংখ্যা আগামীদিনে ৭৫০ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। ধীরে ধীরে দেশের অন্য রাজ্যেও বুলেট ট্রেন চালু করা হবে। দেশে বুলেট ট্রেনের জন্য মোট খরচ হবে ১.০৮ লক্ষ কোটি টাকা। সেখানে কেন্দ্র সরকার বর্তমানে ১০ হাজার কোটি টাকা খরচ করছে। গুজরাট এবং মহারাষ্ট্র সরকার দুজনেই ৫ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অর্থ জাপানের একটি সংস্থা থেকে লোন করা হচ্ছে, জানান রেলমন্ত্রী।
