আজকাল ওয়েবডেস্ক: প্রায়ই দেখা যায় শিশুরা দাঁত তুলতে গিয়ে ভয় পায়। তবে দাঁত নড়তে শুরু করলে শিশুর পেটে চলে যাওয়ার চিন্তা গ্রাস করে মা-বাবাদের। সেই ভয়ে মরিয়া ওঠেন সন্তানের দাঁত উপড়ে ফেলার জন্য। সেই কারণেই কেউ কেউ আবার সেই নড়া দাঁত উপড়ে ফেলার জন্য ব্যবহার করে থাকেন পুরোনো পন্থা। সেরকমই একটা ভিডিও নেটিজেনদের নজরে এসেছে। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল ভিডিওটিতে শিশুর দু’চোখে জল দেখা যাচ্ছে। কারণ তার নড়ে যাওয়া দাঁত তোলার সময় ঘনিয়ে এসেছিল। হাতে সুতো নিয়ে শিশুর বাবাও প্রস্তুত দাঁত তোলার জন্য। এরপরেই বাবা সুতো দিয়ে টান দিতেই উপড়ে যায় দাঁতটি। সেই সময় ব্যাথায় কাতর শিশুটি আর্তনাদ করে ওঠে। পাশাপাশি নিজের ভয় আড়াল করতে শিশুটি বলতে শুরু করে ‘আমি শক্তিশালী’। এরপর বারংবার একই কথা আওড়াতে থাকেন শিশুটি। তাঁর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তাঁর চোখের জল প্রমাণ করে দিচ্ছে যে সে কতটা ব্যাথা পেয়েছে।
ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে গিয়ছে। এখনও বেড়েই চলেছে লাইক এবং ভিউয়ের সংখ্যা। কমেন্টে শিশুর সরলতা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে অনেকেই।
