আজকাল ওয়েবডেস্ক: দেশের অন্যতম সেরা ব্যাঙ্ক এসবিআই। সাধারণ মানুষের ভরসা যোগায় এই ব্যাঙ্ক। তবে ছত্তিশগড়ের শক্তি জেলায় এবার দেখা গেল ভুয়ো এসবিআই ব্যাঙ্কের শাখা। ২০১৮ সাল থেকে এই ভুয়ো এসবিআই ব্যাঙ্কটির শাখা চলছিল। একটি দোনা ভাড়া করে সেখানে এসবিআই ব্যাঙ্কের ব্যানার লাগিয়ে দেদার চলছিল ব্যাঙ্কের কাজ।
সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যেখানে এই ব্যাঙ্কের শাখা চলছিল সেখান থেকে ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে মালখাড়ুদা থানা। তবে কেন পুলিশ এতদিন কিছু বুঝতে পারল না। তবে কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দাদের ব্যাঙ্কের কাজে সন্দেহ হয়। তারা এসবিআইয়ের প্রধান দপ্তরে অভিযোগ জানান। সেখান থেকে কর্তারা এসে দেখেন এটি একটি ভুয়ো শাখা। খবর যায় পুলিশে। তারা এসে সেখান থেকে সমস্ত কম্পিউটার, কাগজপত্র সিল করে দেয়। সেখানে পাঁচজন কাজ করছিলেন।
জেরায় তারা জানিয়েছে তাদের সেখানে চাকরি দেওয়া হয়েছিল। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ খতিয়ে দেখছে সেখানে কত মানুষ নিজেদের টাকা রেখেছিল। সমস্ত হিসাব নিচ্ছে এসবিআই ব্যাঙ্কের প্রধান শাখাও। এই ধরণের একটি ঘটনা ২০২০ সালে হয়েছিল তামিলনাড়ুতে। সেখানেও ভুয়ো ব্যাঙ্কের শাখা খোলার জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
