আজকাল ওয়েবডেস্ক : ভুয়ো চাকরির টোপ দিয়ে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন। তারপর মোটা টাকা হাতিয়ে নিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা। এমনই একটি প্রতারণা পর্দাফাস করল পাঞ্জাব পুলিশ। তারা ২৫ টি ট্রাভেল এজেন্সিকে ব্যান করে দিল। 

 

এদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা টোপ দিয়ে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। বিদেশে গিয়ে মোটা টাকার চাকরির অফার দিত এরা। তারপর তাঁদের কাছে টাকা হাতিয়ে নিয়ে সেই চাকরি আর হত না। 

 

পাঞ্জাব পুলিশ এবং সাইবার দমন শাখা যৌথ অভিযান করে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। পাঞ্জাবের বিভিন্ন শহর থেকে এরা কাজ করত। 

 

তবে লিখিত অভিযোগ পেয়ে এদের বিরুদ্ধে কাজে নেমেছে পুলিশ। এর সঙ্গে আর কারা জড়িত আর তারা কোথা থেকে নিজের কাজ করত সেটা জানার চেষ্টা করছে পুলিশ। 

 

পুলিশের এক শীর্ষ কর্তা বলেন বহুদিন থেকে এই চক্র নিজেদের কাজ করেছে। সামাজিক মাধ্যমে তারা বেকারদের বোকা বানিয়েছে। তবে পুলিশ এবার এদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। দ্রুত এই প্রতারণা শেষ করা হবে। এর পিছনে কোনও বড় মাথা রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে।