আজকাল ওয়েবডেস্ক : জিএসটি অফিসাররা ২১ হাজারের বেশি ভুয়ো জিএসটি নথিকরণ খুঁজে পেয়েছেন। মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সীতারমন বলেন, দেশের বেশিরভাগ মানুষই তাদের কর প্রদান করে। যার ফলে দেশ উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে। তবে এমন বহু মানুষ রয়েছেন যারা কর ফাঁকি দিয়ে নিজেদের পকেট ভরছেন। তবে আইন থেকে কেউ পার পাবেন না। এদের সকলকেই আগামীদিনে কড়া শাস্তির মুখে পড়তে হবে। জিএসটির নিয়মকে আগামীদিনে আরও কঠোর করা হবে এদিন জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যারা ভুয়ো জিএসটি নথিকরণ করেছেন তাদেরকে জরিমানা দিতে হবে বলেও এদিন বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না থাকে তবে প্রচুর মানুষ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। আগামীদিনে এই বিষয়টি নজরে রাখবে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।