আজকাল ওয়েবডেস্কঃ বাড়ি ফিরবেন বলে ট্রাভেল সংস্থা মারফত গাড়ি বুক করেন এক তরুণী। সমাজমাধ্যমে ট্যারট রিডার বলেও পরিচিত তিনি। গাড়ি বুক করে হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। এমনটাই দাবি ওই তরুণী।

সপরিবার বেড়াতে গিয়েছেন ওই তরুণী। এরপর বাড়ি ফেরার সময় হলে তিনি অনলাইনে জনপ্রিয় ট্রাভেল সংস্থা মারফত গাড়ি বুক করেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বুক করা গাড়িটি তাঁর ঠিকানায় পৌছায় না। বাড়ি যাওয়ার তাড়া থাকায় তাঁরা ফের আরও একটি গাড়ি বুক করে ফেলেন। কিছুক্ষণ পরে ট্রাভেল সংস্থার গাড়িটি  চলে আসে এবং তাঁদের কাছে টাকা চাইতে শুরু করে। অন্য একটি গাড়ি বুক করায়  তরুণী এবং তাঁর পরিবার কোনওভাবেই টাকা দিতে  রাজি হননি। সেইসময় গাড়ির মালিক এবং চালক হুশিয়ারি দিতে শুরু করে তাঁদের।  তরুণীকে হুমকি দিয়ে গাড়ির চালক বলেন, ভাড়া না মেটালে চালক তাঁদের পিছু নেবেন। এতেই তরুণী ভয়ে পেয়ে যান। ভিডিও রেকর্ড করে গোটা ঘটনার সমাজমাধ্যমে জানান। ট্রাভেল সংস্থা তাঁদের নিরাপদে পৌঁছানোর বদলে উল্টে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, ভিডিওটিতে ওই  তরুণীর মুখে এমনটাই শোনা গিয়েছে। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। 

সংবাদ মাধ্যম সুত্রে খবর, এই তরুণী স্বপরিবারে তাঁর বাড়ি পৌঁছে গিয়েছেন।