আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত সরকার ও ভারতীয়দের প্রতিনিধি হয়ে বাংলাদেশের প্রয়াত প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন এস জয়শঙ্কর।
ভারতের বিদেশমন্ত্রী ছাড়াও মঙ্গলবার খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির তাকার কথা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের।
দীর্ঘ রোগভোগের পর, মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে পদ্মাপারের প্রাক্তন প্রধানমন্ত্রীর।
খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে তিনি সক্রিয় থেকেছেন। সামলেছেন বিএনপি। বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মসনদে। মোট দু'বার সে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। ১৯৯১ এবং ২০০১। একটা সময় পরে, বাংলাদেশের রাজনীতির সামগ্রিক চর্চাও আবর্তিত হয়েছে তাঁকে এবং মুজিব-কন্যা শেখ হাসিনাকে ঘিরে।
খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে একটি পোস্ট করে খালেদার পরিবার এবং বাংলাদেশের মানুষকে সমবেদনা জানান তিনি। লেখেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রতি অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।'
শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, 'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।'
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য হবে বুধবার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে হবে এই কাজ। তাঁর স্বামী, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাঁকে কবর দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। বৈঠকে তিনি খালেদা জিয়ার শেষকৃত্য এবং কবরের বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
