আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে ব্যস্ত ক্যাফেতে বিস্ফোরণ। ঘটনার জেরে ৯ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আহতদের মধ্যে তিনজন ক্যাফের কর্মী। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই বিস্ফোরণ হতে পারে। গ্যাসের পাইপলাইনে লিক করেও এই বিস্ফোরণ ঘটতে পারে বলে পুলিশের অনুমান। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিকের টিম। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের জেরে আশেপাশে বেশ কয়েকটি দোকান কেঁপে ওঠে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।