আজকাল ওয়েবডেস্ক : নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলকে এবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত নির্বাচনী বণ্ডের বিস্তারিত হিসেব সিল করা খামে আগামীকালের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টে রাজনৈতিক দলগুলিকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী বণ্ডের বিস্তারিত নির্বাচন কমিশনকে জমা দেওয়ার যে নির্দেশ দিয়েছে, তার প্রেক্ষিতেই কমিশনের এই নির্দেশিকা। প্রসঙ্গত, আগামী বছরেই লোকসভা নির্বাচন। তাই আগে থেকেই ধীরে ধীরে নিজেদের কাজে নেমে পড়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত এবিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছে কমিশনকে। এরপরই আর কালবিলম্ব না করে আসরে নেমে পড়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী বণ্ডের বিস্তারিত রিপোর্ট হাতে পাওয়ার পরই কমিশন তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানা গিয়েছে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত সমস্ত কাজ হয়ে গেলেই বেজে যাবে লোকসভা নির্বাচনের দামামা।
