আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ির অনুষ্ঠানে নবদম্পতিকে ছেড়ে সকলের নজর বৃদ্ধ দম্পতির দিকে। মঞ্চে সেই সময় চুটিয়ে নাচ করছেন তাঁরা। পরনে শাড়ি, পাঞ্জাবি। জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে মন খুলে নাচ করছেন তাঁরা। যা দেখে মুগ্ধ বিয়েবাড়ির অতিথি থেকে নেটিজেনরাও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বৃদ্ধ দম্পতির নাচের ওই ভিডিও। তাতে দেখা গেছে, 'পুষ্পা ২' সিনেমার জনপ্রিয় গানে চুটিয়ে নাচ করেন দম্পতি। বৃদ্ধার পরনে বেগুনি রঙের জমকালো শাড়ি। বৃদ্ধের পরনে সাদা রঙের পাঞ্জাবি। বিয়ের আসরের পাশেই ছিল একটি মঞ্চ। সেখানে দু'জনে একসঙ্গে নাচটি পরিবেশন করেন। হাততালিতে ভরিয়ে দেন অতিথিরা। সোশ্যাল মিডিয়াতেও বৃদ্ধ দম্পতিকে নিয়ে জোর চর্চা।
তাঁদের নাচের ভিডিওটি নজর কেড়েছে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্যেরও। তিনিও ভূয়সী প্রশংসা করেছেন দম্পতিকে। শুধুমাত্র নাচ নয়, গানের লিরিক্সের সঙ্গে মিলিয়ে তাঁদের অভিব্যক্তিরও প্রশংসা করেছেন তিনি। তাঁদের দেখে নেটিজেনদেরও মত, বয়স সত্যিই যেন সংখ্যামাত্র। মন এখনও শিশুর মতোই।
