আজকাল ওয়েবডেস্ক: প্রথমে কুয়োয় পড়ে গিয়েছিল এক যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে আরও সাত জনের মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়ায়।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ছিল খান্ডোয়া জেলার কোন্ডাবত গ্রামে গাঙ্গৌর উৎসব। অঞ্চলের সকলেই সেই উৎসব উদ্‌যাপনে মেতে ছিলেন। সেই গ্রামেই রয়েছে পরিত্যাক্ত একটি বড় কুয়ো। গ্রামে কোনও পুজো হলে বা উৎসব হলে প্রতিমা এবং যাবতীয় জিনিস ওই কুয়োয় ফেলা হয়।

সেই কুয়োতেই বৃহস্পতিবার এক যুবক পড়ে যায়। যা স্থানীয়দের এক জনের নজরে পড়ে ঘটনাটি। যুবকটিকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে তিনি কুয়োয় লাফ মারেন। তিনি উঠছেন না দেখে আরও এক জন কুয়োয় নামেন। তিনিও আর ওঠেননি। এভাবে পরপর সাত জন কুয়োয় নামেন। কিন্তু কেউই আর কুয়ো থেকে উঠে আসতে পারেননি। মৃত্যু হয় ৮ জবেরই। 

পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু তারা এসে যত ক্ষণে উদ্ধারকাজ শুরু করেন, তত ক্ষণে ওই আট জনের মৃত্যু হয়েছিল।

মৃত ৮ জনের সকলের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম- রাকেশ প্যাটেল (২৩), অনিল প্যাটেল (২৫), অজয় ​​প্যাটেল (২৪), শরণ প্যাটেল (৩৫), বাসুদেব প্যাটেল (৪০), গজানন প্যাটেল (৩৫), অর্জুন প্যাটেল (৩৫) এবং মোহন প্যাটেল (৫৩)।

খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, কুয়োয় জল বেশি ছিল না। কিন্তু কাদামাটি আর পাঁকে ভর্তি ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেই কাদামাটি এবং পাঁকের কারণে যে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল কুয়োয়, সেই গ্যাসের কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই আট জনের। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।