আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া। ব্যবহারের ভাল দিক, খারাপ দিক নিয়ে চর্চা বিস্তর। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের বাবাকে খুঁজে পেলেন যুবক। তাঁর পোস্টে চোখে জন নেটিজেনদের।
ওই যুবক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, তাঁর বাবাকে খুঁজছেন। জানান, তাঁর বাবা ১৯৯৮ সালে বেঙ্গালুরুর পূর্ণিমা ট্রাভেলস-এ কাজ করতেন। তাঁর বয়স যখন মাত্র দুই, তখন বাবা-মা আলাদা হয়ে যান। তারপর থেকে কখনও কথা হয়নি, দেখাও হয়নি। জীবনে তিনি বাবাকে জানতেই পারেননি সেভাবে।
ওই সংস্থায় পুরনো কর্মীদের খোঁজ করেছিলেন, তবে সেভাবে সাহায্য পাননি। সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরেই অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসেন। মাত্র দু’ দিনেই তিনি তাঁর বাবার খোঁজ পান।
অন্য একটি পোস্ট করে যুবক জানান, তিনি খোঁজ পেয়েছেন তাঁর বাবার। আদতে কেরলের বাসিন্দা হলেও, ওই ব্যক্তি গত প্রায় চার বছর কেরলে যাননি। বর্তমানে হায়দরাবাদে থাকেন। তিনি আর বিয়েও করেননি। ছেলের গলা শুনে কেঁদে ফেলেছিলেন আনন্দে, সেকথাও জানিয়েছেন পোস্টদাতা।তিনি ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানিয়েছেন।
