আজকাল ওয়েবডেস্ক: পৃথিবী পেয়েছে তার নতুন চাঁদ। সাময়িক সময়ের জন্য হলেও নতুন এই চাঁদ যেন পৃথিবীর পরিবেশে চার চাঁদ লাগিয়ে দিয়েছে। এর বৈজ্ঞানিক নাম অ্যাসটেরয়েড ২০১৪। এটিকে যদি আকারের দিক থেকে দেখা যায় তবে এই পাথরটি হবে একটি বাসের সমান। পৃথিবীর আকর্ষণের ফলে বর্তমানে এটি পৃথিবীর সঙ্গ নিয়েছে।

 

তবে এটা কখনই আশা করবেন না যে খালি চোখে একে দেখা যাবে। যদি আপনার কাছে উন্নত ধরণের টেলিস্কোপ থাকে তবেই এই পৃথিবীর নতুন চাঁদকে আপনি দেখতে পারবেন। চলতি বছরের আগস্ট মাসে এই নতুন চাঁদকে দেখেন মহাকাশবিজ্ঞানীরা। পৃথিবীর সঙ্গে এটি সংসার করবে মাত্র ২ মাস। ২৫ নভেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে এটি ফের ফিরে যাবে সৌরজগতের সংসারে।

 

তবে তার আগে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে। তবে দুঃখের বিষয় হল এই নতুন চাঁদকে খোলা চোখে রাতের আকাশে দেখা যাবে না। এমনকি সাধারণ মানের টেলিস্কোপ দিয়েও একে দেখা যাবে না। বিশেষ বা শক্তিশালী টেলিস্কোপ ছাড়া একে কোনওভাবেই দেখা যাবে না। তাই আফশোষ করে লাভ নেই। পৃথিবীর নতুন এই চাঁদকে দেখতে হলে আপনাকে ব্যবহার করতে হবে শক্তিশালী টেলিস্কোপ।

 

২০৫৫ সালে ফের পৃথিবীর সঙ্গী হতে পারে আরও একটি নতুন চাঁদ। তারও ভবিষ্যৎবাণী শুনিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই ঘটনা এটাই প্রমাণ করেছে পৃথিবীর কাছ দিয়ে সম্প্রতি বহু এমন পাথর চলে যাচ্ছে যারা পৃথিবীর সঙ্গী হতে চাইছে। কিন্তু সকলকে পৃথিবী নিজের সঙ্গী করছে না। সৌরজগতে এমন ছোটো পাথর বহু রয়েছে। সেখানে কোনও চিন্তা নেই। তবে যদি এই পাথরের আকার বড় হয় তবে চিন্তা হবে সেখানেই।