আজকাল ওয়েবডেস্ক: আকন্ঠ মদ খেয়ে মাতাল অবস্থায় এক ব্যক্তির কাণ্ডে চাঞ্চল্য ছড়াল তিরুপতির শ্রী গোবিন্দরাজস্বামী মন্দিরে। সোমবার গভীর রাতে নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে ওই ব্যক্তি মন্দির চত্বরে ঢুকে পড়েন বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

যতক্ষণে কর্তৃপক্ষের কানে খবরটা পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওই ব্যক্তি যখন মন্দিরের পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন তখনই নিরাপত্তা কর্মীরা বিষয়টি আঁচ করতে পারেন।

কিন্তু দ্রুত মন্দির প্রাঙ্গণে ঢোকার পর তিনি গোপুরামে উঠে পড়েন এবং একেবারে চূড়া পর্যন্ত পৌঁছে যান। এতে মন্দির কর্তৃপক্ষ ও উপস্থিত ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোনওরকমের দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নাম কুট্টাদি তিরুপতি (৪৫)।

তিনি তেলেঙ্গানার নিজামাবাদ জেলার পেড্ডামল্লা রেড্ডি কলোনি, কুর্মাওয়াদা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অন্যান্য ভক্তদের মতোই তিনি মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে রাখা টেন্টের খুঁটি ব্যবহার করে মন্দিরের দেওয়াল বেয়ে ওপরে ওঠেন বলে অভিযোগ।

ওই ব্যক্তির কাণ্ডে ঘটনাস্থলে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে ওই ব্যক্তিকে বারবার নেমে আসার অনুরোধ করা হয়। এমনকী, পুলিশের তরফেও একাধিকবার অনুরোধ করা হয় নেমে আসার জন্য।

চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই ওই ব্যক্তি মদের বোতলের দাবি করেন। জানান, একটি ‘কোয়ার্টার’ দিলে তবেই মন্দির থেকে নিচে নামবেন তিনি।

উপায় না দেখে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাঁর দাবিতে সম্মতি দিলে তিনি কোনও রকম সমস্যা না করেই নিচে নেমে আসেন। এরপর পুলিশ তাঁকে তিরুপতি ইস্ট পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং মদ্যপ অবস্থায় থাকার অভিযোগে গ্রেপ্তার করে।

তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তিরুপতি ইস্টের ডিএসপি এম ভক্তবৎসলম নাইডু জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।