ধনিষ্ঠা নক্ষত্রে শুক্রের গোচর! ৩১ জানুয়ারি থেকে রাতারাতি বদলে যাবে ৫ রাশির জীবন
নিজস্ব সংবাদদাতা
৩ জানুয়ারি ২০২৬ ১৯ : ৩০
শেয়ার করুন
1
6
৩১ জানুয়ারি সুখ, সমৃদ্ধি ও প্রেমের কারক গ্রহ শুক্র নক্ষত্র পরিবর্তন করে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল। ফলে শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব কিছু রাশির জাতকদের জীবনে বিশেষ সৌভাগ্য নিয়ে আসতে পারে। জেনে নেওয়া যাক, এই গোচরের ফলে কোন ৫ রাশির ভাগ্য খুলে যেতে পারে।
2
6
মেষ রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ। যেহেতু মঙ্গল আপনার রাশির অধিপতি এবং শুক্র তার নক্ষত্রে প্রবেশ করছে, তাই আত্মবিশ্বাস বাড়বে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনার প্রশংসা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলবে।
3
6
শুক্র বৃষ রাশির অধিপতি গ্রহ হওয়ায় এই নক্ষত্র পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে আপনার জীবনযাত্রা ও আরাম-আয়েশের উপর। এই সময় গাড়ি বা সম্পত্তির মতো সম্পদ কেনার যোগ তৈরি হতে পারে। প্রেমের জীবনে মধুরতা বাড়বে এবং অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনাও রয়েছে।
4
6
সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি ব্যবসায়ে প্রসারের ভাল। শুক্রের এই নক্ষত্র গোচরের ফলে সামাজিক পরিধি বাড়বে। অংশীদারিত্বে ব্যবসা করলে ভাল লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন। পাশাপাশি বিদেশ যাত্রার যোগও দেখা যাচ্ছে।
5
6
কন্যা রাশি
ধনিষ্ঠা নক্ষত্রে শুক্রের প্রবেশ কন্যা রাশির জাতকদের জীবনে মানসিক শান্তি ও পারিবারিক সুখ বয়ে আনবে। আদালত বা আইনি বিষয়ে আপনার পক্ষে রায় আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ স্বীকৃতি ও পুরস্কার পেতে পারেন।
6
6
ধনিষ্ঠা নক্ষত্রের একটি অংশ কুম্ভ রাশিতে পড়ে। তাই এই গোচর আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময় আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং সঞ্চিত অর্থ বাড়বে। আপনার কথার প্রভাব বৃদ্ধি পাবে, যার ফলে কঠিন কাজও সহজে সম্পন্ন করতে পারবেন।