জাঁকিয়ে ঠান্ডা থেকে কয়েক ঘণ্টার জন্য রেহাই। তবে স্বস্তি বেশিদিন টিকবে না। আবারও কনকনে ঠান্ডার আমেজ ফিরছে বাংলায়। তীব্র ঠান্ডার ঝোড়ো ব্যাটিং শুরু হবে আগামী সপ্তাহ থেকেই।
2
6
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে আরও নামবে পারদ।
3
6
পয়লা জানুয়ারির পর বাংলা জুড়েই রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। তবে কনকনে ঠান্ডা থেকে বেশিদিন আর স্বস্তি পাওয়া যাবে না। আগামী সপ্তাহেই ফের বাংলা জুড়ে জাঁকিয়ে ঠান্ডার স্পেল শুরু হবে।
4
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
5
6
তবে পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। এরপরের কয়েকদিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
6
6
বর্ষশেষে ও বর্ষবরণে রেকর্ড হারে তাপমাত্রার পারদ নিম্নমুখী ছিল বাংলা জুড়ে। কয়েক দশকের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। আগামী সপ্তাহে আবারও হু হু করে নামবে শহরের তাপমাত্রা। ফিরবে হাড়কাঁপানো শীত।