আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে এক নৃশংস যৌন হিংসার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বন্ধুর হোটেল রাম  ভেবে ভুল করে অন্য ঘরের দরজায় কড়া নাড়াতেই গণধর্ষণের শিকার হন এক ৩০ বছরের নার্স। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা একজন বেসরকারি হাসপাতালের কর্মরত নার্স। তিনি বিবাহিত এবং এক সন্তানের মা। বুধবার রাতে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে একটি হোটেলে যান। কিন্তু রাম  নম্বর ভুল হওয়ায় ১০৫ নম্বর ঘরের পরিবর্তে তিনি ২০৫ নম্বর রুমে  পৌঁছে যান। ওই রুমেই  তখন ছিল তিন যুবক।

অভিযোগ অনুযায়ী, দরজা খোলার পর তাঁকে জোর করে ঘরের ভিতরে টেনে নেওয়া হয়। এরপর তাঁকে মদ্যপান করতে বাধ্য করা হয় এবং কয়েক ঘণ্টা ধরে শারীরিক নির্যাতন চালানো হয়। পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ১১টা থেকে ভোর ৩টার মধ্যে এই নির্যাতনের ঘটনা ঘটে।

ভোরের দিকে কোনওভাবে তিনি ঘরের দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন এবং চিৎকার করে সাহায্য চান। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে ভেদান্ত নগর থানার পুলিশ। মাত্র তিন ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ঘনশ্যাম রাঠোর (২৭), রিশিকেশ চাভান (২৫) এবং কিরণ রাঠোর (২৭)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা পরস্পরের বন্ধু এবং ঘটনার সময় হোটেল রুমে  বসে মদ্যপান করছিলেন। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ভুল করে ওই রুমে  পৌঁছে যাওয়াকেই তারা অপরাধ সংঘটনের সুযোগ হিসেবে ব্যবহার করে।

নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক ও মানসিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হলে আইনি প্রক্রিয়া অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।