আজকাল ওয়েবডেস্ক: গ্রামের মধ্যে লিভ ইন সম্পর্কে থাকাই কাল হল! ঘরবন্দি করে এক যুগলকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘর থেকে পুরোপুরি দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে দেহ দু'টি। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে তিরুভান্নামালাই জেলায় চেঙ্গামের কাছে একটি গ্রামে। ৫৩ বছরের এক ব্যক্তি ও তাঁর লিভ ইন সঙ্গীকে ঘরের মধ্যে আটকে, পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
পুলিশ আরও জানিয়েছে, মৃতেরা বলেন, ৫৩ বছরের পি শক্তিভেল। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ৪০ বছরের এস আমিরথাম। পাক্কিরিপালায়াম গ্রামে একসঙ্গে থাকতেন।
গত তিন বছর ধরেই লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা।
চেঙ্গামের পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাড়িটি পুরোপুরি পুড়ে খাক হয়ে গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। সেই পুড়ে খাক হয়ে যাওয়া বাড়ি থেকে পুরোপুরি দগ্ধ অবস্থায় দু'টি দেহ উদ্ধার করা হয়েছে। দেহের অধিকাংশই পুড়ে যাওয়ায়, তাঁদের শনাক্ত করা যায়নি প্রথমে। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি স্নিফার ডগ রয়েছে ঘটনাস্থলে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, তিন বছর আগেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় শক্তিভেলের। দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানদের সঙ্গে বেঙ্গালুরুতে থাকেন শক্তিভেলের প্রাক্তন স্ত্রী। অন্যদিকে আমিরথামও স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শক্তিভেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁরও আগের পক্ষের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে চেঙ্গামে বাবার সঙ্গে দেখা করতে আসেন শক্তিভেলের মেয়ে। রাতের বেলায় তিনি ফিরে যান। দু’জনের অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
