আজকাল ওয়েবডেস্ক : নানা ধরণের পশুর মাংস আমরা সকলেই খেয়েছি। কিন্তু কখনও কী শুনেছেন কুকুরের মাংস লোকে খায়? অবাক হওয়ার কিছুই নেই ভারতের বেঙ্গালুরু শহরে এই ব্যবসা চলছে জোরকদমে। বেঙ্গালুরু স্টেশনে প্রায় ১৫০ টি মাংস ভর্তি প্যাকেট দেখা যায়। খুব স্বাভাবিক এই ছবি দেখে বেশ অস্বস্তি হয় সকলের মধ্যে। তারপর জানা যায় এই ব্যাবসার কথা।


 ওই প্যাকেটে কুকুরের মাংস ছিল না বলে দাবি করেছেন মাংস ব্যবসায়ী। তিনি দাবি করেন এগুলি সব অন্য একটি পশুর মাংস। এখানে যে লেজটি দেখা যাচ্ছে সেটি কুকুরের লেজ নয়। যদি কারও সন্দেহ হয় তবে সে পরীক্ষা করে দেখতে পারে। 


মিথ্যা অভিযোগ করে তাঁকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন ওই মাংস ব্যবসায়ী। এই ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে আসে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। 


তবে যদি ওই প্যাকেটে কুকুরের মাংস থাকে তবে তা কোথা থেকে এসেছে। কারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে তা জানার জন্য সকলের আগ্রহ এখন তুঙ্গে।