আজকাল ওয়েবডেস্ক: স্কুলের ছাত্রীদের লাগাতার যৌন নির্যাতন। অভিযোগ প্রকাশ্যে আসতেই গ্রেপ্তার করা হল এক চিকিৎসককে। কখনও স্কুলের মধ্যে, কখনও বা হস্টেলে ঢুকে ছাত্রীদের যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে। জানা গিয়েছে, ওই স্কুলেরই প্রধান শিক্ষিকা ছিলেন ডাক্তারের মা। সরকারি স্কুলে সেই কারণেই ডাক্তারের নিয়মিত যাতায়াত ছিল। সেই সুযোগে ছাত্রীদের যৌন নির্যাতন করতেন তিনি। গত কয়েক মাস ধরেই যৌন নির্যাতনের শিকার একাধিক ছাত্রী। 

 

পুলিশ জানিয়েছে, সম্প্রতি সরকারি স্কুলের ছাত্রীরা থানায় ফোন করে অভিযোগ জানায়। এরপর ওই স্কুলের হস্টেলে যান শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ। ছাত্রীদের সঙ্গে কথা বলে নির্যাতনের ঘটনাটি জানতে পারেন। চিকিৎসককে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত এখনও চলছে।