আজকাল ওয়েবডেস্ক: কিছুটা উন্নত হয়েছে দিল্লির বাতাসের গুণমান। কিন্তু এখনই কাটছে না আশঙ্কা। এমনিতেই শীতের শুরু থেকেই চিন্তা বাড়ায় দিল্লির বাতাস। এবার ঠিক তার আগেই সিপিসিবি যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে দিল্লির একিউআই রেট ৩০০-এর ওপর। তবে মঙ্গলবার জানা গেল, কিছুটা উন্নত হয়েছে পরিস্থিতি। গত ২৪ ঘণ্টার হিসেব বলছে, দেশের রাজধানীর গড় বায়ু গুণমান সূচক এই মুহূর্তে ২২০। সোমবার বিকেলেও তা ছিল ২৬৩। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী দিল্লির বাতাসের স্বাস্থ্য খুব খারাপ বিভাগে গিয়ে দাঁড়িয়েছিল। মে মাসের পর থেকে অক্টোবরের শেষে এসে বাতাসে দূষণের পরিমাণ বাড়ে ব্যাপক হারে। গত কয়েক বছরের পরিস্থিতি বিচারে গত মাসেই দিল্লি শহরের মধ্যে আতসবাজি তৈরি, সংরক্ষণ, বিক্রি এবং ব্যবহারে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে। আতসবাজির পরিবর্তে প্রদীপ জ্বালানোর বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষের উদ্দেশে। আবহাওয়ার পরিবর্তন, আতসবাজি এবং চাষের জমি পোড়ানোর কারণে, দীপাবলির পর, শীতের মুখেই দিল্লির বাতাসের স্বাস্থ্য খারাপ হয়। সোমবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, সরকার জাতীয় রাজধানীতে আগের ১৩টি ছাড়াও আরও ৮টি জায়গাকে দূষণের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। দূষণের উৎস চিহ্নিত করার জন্য সেখানে বিশেষ দল মোতায়েন করা হবে।