আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দূষণ থেকে সাময়িক মুক্তি মিলল দিল্লিবাসীর। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় দিল্লির বেশ কিছু অংশে। বৃষ্টির কারণে দূষণের মাত্রায় বিশেষ হেরফের না–হলেও কিছুটা স্বস্তি মিলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দিনভর আরও বৃষ্টি হবে। যার ফলে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে।
প্রসঙ্গত, দূষণের মাত্রা কমাতে চলতি মাসে রাজধানীতে কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর ভাবনাচিন্তা শুরু করেছে দিল্লির আপ সরকার। আগামী ২০–২১ নভেম্বরের মধ্যে কৃত্রিম বৃষ্টিপাতের পরিকল্পনা ছিল। তবে সেটার প্রয়োজন অনেকটাই কমিয়ে দিল এই অকাল বৃষ্টি।
যদিও বৃষ্টি হলেও শুক্রবারও দিল্লিতে বাতাসের গুণমান সকাল ৭টার সময় ছিল ৪০৭। তবে আবহাওয়া দপ্তর মনে করছে রবিবার দীপাবলির আগে এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি দূষণের মাত্রাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবে।
প্রসঙ্গত, দূষণের মাত্রা কমাতে চলতি মাসে রাজধানীতে কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর ভাবনাচিন্তা শুরু করেছে দিল্লির আপ সরকার। আগামী ২০–২১ নভেম্বরের মধ্যে কৃত্রিম বৃষ্টিপাতের পরিকল্পনা ছিল। তবে সেটার প্রয়োজন অনেকটাই কমিয়ে দিল এই অকাল বৃষ্টি।
যদিও বৃষ্টি হলেও শুক্রবারও দিল্লিতে বাতাসের গুণমান সকাল ৭টার সময় ছিল ৪০৭। তবে আবহাওয়া দপ্তর মনে করছে রবিবার দীপাবলির আগে এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি দূষণের মাত্রাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবে।
