কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, একের পর এক গাড়িতে ধাক্কা মাঝরাস্তায়, অন্তত ১৩ জনের মৃত্যু

কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, দুর্ঘটনায় মৃত্যু ১৩জনের। ছবি: সংগৃহীত।

আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশা। দৃশ্যমানতা শূন্য। ভোরবেলায় কিছুই দেখতে পাওয়া যায়নি ঠিকভাবে। আর তাতেই ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনার কারণে, আগুন ধরে যায় বাস এবং গাড়িতে। ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে ১৩জনের। আহত অন্তত ৩৫। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ঘন কুয়াশার  কারণে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে অন্তত সাতটি বাস, তিনটি গাড়ির ধাক্কা হয়। সংঘর্ষে আগুন লেগে যায় গাড়িগুলিতে। 

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪:৩০ মিনিটে মথুরার বলদেব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মথুরার এসপি সুরেশ চন্দ্র রাওয়াত সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সাতটি বাসের মধ্যে একটি ছিল রাজ্য সড়কপথের একটি বাস এবং বাকি ছ'টি ছিল বেসরকারি স্লিপার বাস। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। তার মধ্যে তিনজন ছিলেন বাসে। আর একজন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়িতে। 

 

তথ্য, মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে মাইলস্টোন ১২৭-এ কমপক্ষে সাতটি বাস এবং তিনটি গাড়ির ধাক্কা হয় কম দৃশ্যমানতার কারণে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। দুর্ঘহটনার খবর পেয়েই ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। মথুরার এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, আহত ব্যক্তিদের জখম গুরুতর নয়। স্থিতিশীল রয়েছেন তাঁরা সকলেই।

ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনা প্রসঙ্গে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি দুর্ঘটনাগ্রস্ত একটি বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ঘুমোচ্ছিলেন। বাসটির সব আসনই ভর্তি ছিল। আচমকা বুঝতে পারেন দুর্ঘটনার কবলে পড়েছে বাস। 

 

ঘটনার খবর পেয়েই তৎপর  হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবার পিছু দু'লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে। 

 

এর আগে, সোমবার, নুহ-এর দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে প্রায় একই ঘটনা ঘটে। অন্তত ১৮টি গাড়িতে ধাক্কা লাগার ঘটনা ঘটে সোমবার। মঙ্গলবারের মতোই, ঘন কুয়াশার কারণে একের পর এক গাড়ি দুর্ঘটনায় জড়ায়। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) কর্মকর্তারা সোমবারের দুর্ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি থাকায় একটি যাত্রীবাহী বাসের একটি ডাম্পার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তারপরেই মূলত শুরু হয় চেন রি-অ্যাকশন।