আজকাল ওয়েবডেস্ক: মৃতের সংখ্যা বেড়ে ৪৭, এখনও হাসপাতালে চিকিৎসা চলছে ১০০ এর বেশি মানুষের। ঘটনার সূত্রপাত বুধবার। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে কল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন ১৫০ এর বেশি মানুষ। দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার সকালে জানা গিয়েছে এখনও ১১৮ জন চিকিৎসাধীন। বৃহস্পতিবার সরকারিভাবে জানা গিয়েছিল, ঘটনায় প্রাণ গিয়েছে ৩৬ জনের।শুক্রবার তামিলনাড়ুর স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, মৃত বেড়ে দাঁড়িয়েছে ৪৭। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন তামিলনাড়ু বিধানসভা উত্তাল হয়। এআইএডিএমকে বিক্ষোভ দেখায় বিধানসভার বাইরে এবং ভিতরেও। অবৈধ মদ বিক্রির অপরাধে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে এখনও পর্যন্ত। প্রায় ২০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে।