আজকাল ওয়েবডেস্কঃ সুরাটে প্রকাশ্যে দিনদুপুরে বেধড়ক মারধর মহিলা এবং শিশুকে। কিন্তু কেন? সেই প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়।
সম্প্রতি এই দৃশ্যের ভিডিও সমাজমাধ্যমে ঘোরাঘুরি করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভরা বাজারে এক মহিলাকে চুলের মুঠি ধরে গায়ে হাত তোলা হয়েছে। এবং আরেকটি শিশুকে নৃশংসভাবে মারা হচ্ছে। গোটা ঘটনাটি প্রকাশ্যে দিনের আলোয় ঘটতে দেখা যাচ্ছে।
জানা গিয়েছে, মহিলা তাঁর স্বামী সন্তান সহ বাজরে গিয়ে সবজি কিনছিল। সেই সময় তাঁদের সঙ্গে এই ঘটনা ঘটে। অভিযোগ, পড়ে থাকা সবজি তুলে নেওয়ার অপরাধে তাঁদের মারধর করা হয়েছে। ঘটনা সম্পর্কে আরও খবর মিলেছে, মহিলার স্বামী দুই ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পরে। তারপরেই ওই দুই ব্যক্তি মারধর শুরু করে তাঁদের। ভিডিওটিতে ওই দুই ব্যক্তিকেও দেখা গিয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে বলেও খবর মিলেছে।
