আজকাল ওয়েবডেস্ক: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ডানা'। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার আগে সবজি বাজারে আগুন দর। হু হু করে দাম বাড়ছে আলু, পেঁয়াজ, টমেটো, ফুলকপির মতো সবজির। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। যা ঘিরে ইতিমধ্যেই দুশ্চিন্তায় প্রশাসন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবারে ওড়িশার একাধিক জেলায় বাজারে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। কটকে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হয়েছে। ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে প্রতি কেজি পেঁয়াজের দাম। ওড়িশার সবচেয়ে বড় সবজি বাজার হল কটকের ছত্র বাজার। সেখানেই মঙ্গলবারে এক ধাক্কায় অনেকটা বাড়ল সবজির দাম।
ভুবনেশ্বরে স্থানীয় বাজারে প্রতি কেজি টমেটোর দাম ৮০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, ফুলকপির মতো আরও একাধিক সবজি। স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন বাজারে সকাল থেকে সবজি, নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার ভিড় জমেছে। ঘূর্ণিঝড় 'ডানা' আছড়ে পড়ার পর সবজির দাম আরও বাড়তে পারে, এই আশঙ্কায় আগেভাগেই কেনাকাটা সারছেন সাধারণ মানুষ।
যদিও প্রশাসন জানিয়েছে, রাজ্যে পর্যাপ্ত পরিমাণ সবজি মজুত রয়েছে। তাই আতঙ্ক ছড়িয়ে চড়া দামে সবজি বিক্রি রুখতে কড়া পদক্ষেপ করা হবে। কালোবাজারি রুখতে নজরদারি চালানো হচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'ডানা'। যা মোকাবিলা আরও একগুচ্ছ পদক্ষেপ করেছে প্রশাসন।
