আজকাল ওয়েবডেস্ক: ফেরা অশান্ত হল উত্তরের রাজ্য মণিপুর। রাজ্যের চূড়াচাঁদপুর জেলায় মার উপজাতির নেতা রিচার্ড মারের উপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলার প্রতিবাদে আরও এক বার অশান্ত হয়ে উঠেছে রাজ্য। সোমবার সকাল থেকে সেখানে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১৬৩ ধারা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জেনহাং লামকার ভিকে মন্টেসরি কমপ্লেক্সের ভিতর মার উপজাতিদের সংগঠন ‘মার ইনপুই’য়ের সাধারণ সম্পাদক রিচার্ডের গাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল একটি বাইক। এর পরেই তাঁর উপর হামলা চালান অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দলের তরফ থেকে একটি বিবৃতিতে যে বা যাঁরা রিচার্ডের উপর হামলা করেছেন, সোমবার সকাল ১০টার মধ্যে তাঁদের আত্মসমর্পণ করার কথা বলা হয়। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও হামলাকারীরা সামনে এগিয়ে না আসায় বিক্ষোভ দেখাতে শুরু করেন মারেরা। গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

জেলায় অশান্তি বাড়তে শুরু করলে চূড়াচাঁদপুরের অতিরিক্ত জেলাশাসক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গোটা জেলায় ১৬৩ ধারা জারি করেন। অনুমতি ছাড়া কোনও মিছিল কিংবা সমাবেশের আয়োজন করা যাবে না। পাঁচ বা ততোধিক লোকের জমায়েতও নিষিদ্ধ। 

নেতার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ‘মার ইনপুই’। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তাঁরা। ন্যায়বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।