আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্যে তেমন কোনো পরিবর্তন না হলেও, ভারতে আমদানি করা অপরিশোধিত তেলের গড় মূল্য ব্যারেল প্রতি ৭১.২০ ডলারে নেমে এসেছে, যা গত ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন।

চীনের অর্থনৈতিক মন্দা, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান তেল উৎপাদন বৃদ্ধির চাপ এই মূল্যের পতনের পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য হ্রাস পাচ্ছে, ভারতের সাধারণ মানুষ পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত মূল্যের সঙ্গে এখনও লড়াই করছেন।

তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ভারতের গড় আমদানি মূল্য ছিল ৪৪.৮২ ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৯৩.১৫ ডলারে। তবে চলতি অর্থবছরের (মার্চ ১৫, ২০২৫ পর্যন্ত) গড় মূল্য ব্যারেল প্রতি ৭৮.৪৯ ডলারে নেমে এসেছে। ২০২২ সালের জুন মাসে এই মূল্য সর্বোচ্চ ১১৬.০১ ডলার ছুঁয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য কমলেও ভারতের খুচরো মূল্য সেই হারে কমছে না। পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্য স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় সরকারের কর নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পেট্রোল এবং ডিজেলের উচ্চ কর হার সরকারের জন্য রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস। ফলে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলেও, সেই সুবিধা সাধারণ জনগণের কাছে পৌঁছাচ্ছে না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মুদ্রানীতি কমিটির মত অনুযায়ী, চীনের অর্থনৈতিক মন্দা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুচরো দামে এই হ্রাসের প্রতিফলন কবে ঘটবে তা এখনও অনিশ্চিত।