আজকাল ওয়েবডেস্ক: করোনায় নতুন প্রজাতি নিয়ে চিন্তার কোনও কারণ নেই। বাড়তি কোনও টিকাকরণও দরকার নেই। জানিয়ে দিলেন জানিয়ে দিলেন ভারতের করোনা বিশেষজ্ঞ দলের অন্যতম চিকিৎসক এন কে আরোরা। তিনি এক সাক্ষাৎকারে আরও বলেন, ষাটের বেশি বয়স্করা একটু বেশি সতর্ক থাকবেন। তবে জেএন১ নিয়ে এখনই চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। এই ধরণের নয়া ভ্যারিয়েন্ট প্রচুর রয়েছে। তবে সতর্ক থাকলে এবিষয়ে চিন্তার কোনও কারণ নেই। যদিও বর্ষবরণের আগে দেশে করোনা গ্রাফ কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কপালে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৭৫২ জনের দেহে সংক্রমণের খোঁজ মিলেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। মৃতদের মধ্যে কেরলেন তিনজন, কর্ণাটকের দুজন এবং পাঞ্জাবের একজন। দেশে এই সময়ে অ্যাকটিভ কেস রয়েছে ৩৪২০। আক্রান্তদের বেশিরভাগই কেরলার বাসিন্দা। পাশাপাশি তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, তেলেঙ্গানা, পাঞ্জাব এবং দিল্লিতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।