আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করলেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন পাঞ্জাব মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি।

এক সাংবাদিক সম্মেলনে চন্নি বলেন, “আজ পর্যন্ত আমি জানতে পারিনি কোথায় এই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কে মারা গেছে, আর পাকিস্তানে ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে। কেউ কিছু দেখেনি, কিছু ঘটেনি। আমি সবসময় প্রমাণ দাবি করেছি।”

এই মন্তব্যের পর বিজেপি কড়া প্রতিক্রিয়া জানায়। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, “চন্নির বক্তব্য কংগ্রেস এবং গান্ধী পরিবারের নোংরা মানসিকতার প্রতিফলন। তারা সেনাবাহিনীর মনোবল ভাঙতে কোনও সুযোগ ছাড়ে না।” তিনি আরও বলেন, “আপনি চাইলে রাহুল গান্ধীর সঙ্গে পাকিস্তানে গিয়ে প্রমাণ দেখে আসতে পারেন। পাকিস্তানও স্বীকার করেছে যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে বড় ক্ষতি হয়েছে।”

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র চন্নির মন্তব্যকে “পাকিস্তানের মনোভাব” বলে আখ্যা দেন। তিনি বলেন, “বাইরে থেকে এরা কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC), কিন্তু ভিতরে এরা পাকিস্তান ওয়ার্কিং কমিটি (PWC)। কংগ্রেস বারবার পাকিস্তানি সন্ত্রাসবাদীদের এবং সেনাবাহিনীকে অক্সিজেন জোগাচ্ছে।”

উল্লেখযোগ্যভাবে, কংগ্রেসের সাম্প্রতিক CWC বৈঠকে পাহেলগাঁও জঙ্গি হামলার কঠোর নিন্দা করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। তবে চন্নির মন্তব্যে দলীয় অস্বস্তি স্পষ্ট।