আজকাল ওয়েবডেস্ক : ছত্তিশগড়ের ভোটের ম্যানিফেস্টো প্রকাশ করল কংগ্রেস। জাতিগণনা, কৃষকদের ঋণ, ধানের ওপর ভর্তুকি, মহিলাদের রান্নার গ্যাসের নয়া স্কিম সবই রয়েছে সেখানে। ছত্তিশগড়ে বর্তমানে ক্ষমতা রয়েছে কংগ্রেস। ভরসার ঘোষণাপত্র নামে প্রকাশিত হয় এবারের ম্যানিফেস্টো। এবিষয়ে ভূপেশ বাঘেলকে প্রশ্ন করা হলে তিনি জানান, গোটা দেশে বিজেপি একনায়কতন্ত্র কায়েম করেছে। প্রধানমন্ত্রী সকলের ওপরে নিজেকে মনে করছেন। তিনি বিরোধীদলের কোনও মতামতকেই গুরুত্ব দিতে চান না। সেদিক থেকে দেখতে হলে ছত্তিশগড়ে কংগ্রেস যথেষ্ট ভালো সরকার পরিচালনা করছে। আমাদের নেতা রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের ডাক দিয়েছেন। তাকে আগে থেকেই ভয় পেয়েছে বিজেপি। তাই ছত্তিশগড়কে নিজেদের আয়ত্বে আনতে চাইছে তারা। তবে ছত্তিশগড়ের মানুষ জানে বিগত বছরগুলিতে কংগ্রেস তাদের জন্য কি করেছে। ছত্তিশগড়ের উন্নতির কাজে কংগ্রেস আগামীদিনেও কাজ করবে। ইন্ডিয়া জোট প্রসঙ্গে বাঘেল বলেন, ইন্ডিয়া জোট আগামীদিনে দেশে সরকার গঠন করবে। তাই বিরোধী শিবিরকে বিজেপি ভয় পেয়েছে। প্রতিটি বিরোধী রাজ্য একসঙ্গে যদি আসরে নামতে পারে তবে ২০২৪ সালে বিজেপি আর ক্ষমতায় ফিরবে না।
