আজকাল ওয়েবডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধী, লোকসভা ভোটের আগে জোর জল্পনা ছিল রাজনীতিতে তাঁর পদর্পণ নিয়ে। এবার সংসদীয় রাজনীতিতে পা রাখছেন তিনি। সোমবার একথা কংগ্রেসের তরফ থেকেই জানানো হয়েছে। অর্থাৎ প্রায় দু' দশক দলের হয়ে প্রচার করার পর, এবার প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে নামবেন নিজের জন্য। রাহুল গান্ধী এই নির্বাচনে দুই আসনেই জয়লাভ করেছেন। তবে সিদ্ধান্ত হয়েছে রাহুল কংগ্রেসের দীর্ঘকালের ঘাঁটি রায়বরেলির সাংসদ হয়েই থাকবেন। অর্থাৎ ছাড়বেন ওয়েনাড়। আর সেখানেই উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার বৈঠকের পর একথা জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। প্রিয়াঙ্কাও ইতিমধ্যেই জানিয়েছেন, সেখানকার মানুষকে রাহুলের অনুপস্থিতি তিনি একেবারেই বুঝতে দেবেন না। কঠোর পরিশ্রম করবেন মানুষের স্বার্থে, চেষ্টা করবেন একজন ভাল জনপ্রতিনিধি হওয়ার।
কথা বার্তা এবং উপস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে বরাবর ইন্দিরা গান্ধীর ছায়া দেখেন অনেকেই। রাহুলের মধ্যে যখন একাধিকবার রাজনীতি নিয়ে অনিচ্ছা ফুটে উঠেছিল, অনেকেই মনে করেছিলেন পরবর্তী প্রজন্মে হাল ধরবেন প্রিয়াঙ্কা। সংসদীয় রাজনীতিতে সরাসরি না এলেও, দিনে দিনে দলে স্পষ্ট হয়েছে তাঁর ভূমিকা। ২০০৭ এর উত্তরপ্রদেশ নির্বাচনে একগুচ্ছ দায়িত্ব পালন করেছিলেন। একে একে দায়িত্ব বাড়ে দলের একাধিক বিষয়ে। লেখিমপুর খেরির ঘটনা সামনে আনে প্রতিবাদী প্রিয়াঙ্কাকে। ২০২২-এর উত্তরপ্রদেশ ভোটে সামনে থেকে প্রচার, পরিকল্পনা করেছেন তিনি। তাঁর পরিকল্পনা, বক্তব্যের ঝাঁঝ, স্লোগান মন জয় করেছিল মানুষের। দীর্ঘ কাল দলের হয়ে প্রচারের পর, এবার নিজের হয়ে প্রচার করবেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জিতে গেলে, একই পরিবার থেকে সংসদে থাকবেন তিন জন।
কথা বার্তা এবং উপস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে বরাবর ইন্দিরা গান্ধীর ছায়া দেখেন অনেকেই। রাহুলের মধ্যে যখন একাধিকবার রাজনীতি নিয়ে অনিচ্ছা ফুটে উঠেছিল, অনেকেই মনে করেছিলেন পরবর্তী প্রজন্মে হাল ধরবেন প্রিয়াঙ্কা। সংসদীয় রাজনীতিতে সরাসরি না এলেও, দিনে দিনে দলে স্পষ্ট হয়েছে তাঁর ভূমিকা। ২০০৭ এর উত্তরপ্রদেশ নির্বাচনে একগুচ্ছ দায়িত্ব পালন করেছিলেন। একে একে দায়িত্ব বাড়ে দলের একাধিক বিষয়ে। লেখিমপুর খেরির ঘটনা সামনে আনে প্রতিবাদী প্রিয়াঙ্কাকে। ২০২২-এর উত্তরপ্রদেশ ভোটে সামনে থেকে প্রচার, পরিকল্পনা করেছেন তিনি। তাঁর পরিকল্পনা, বক্তব্যের ঝাঁঝ, স্লোগান মন জয় করেছিল মানুষের। দীর্ঘ কাল দলের হয়ে প্রচারের পর, এবার নিজের হয়ে প্রচার করবেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জিতে গেলে, একই পরিবার থেকে সংসদে থাকবেন তিন জন।
